ধর্ম ও জীবন

সালামের সঠিক উচ্চারণ জানেন কি?

ঝিনাইদহের চোখঃ

একজন মুসলমান অন্য একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করলে সালাম দিয়েই কথোপকথন শুরু করেন। তবে অত্যান্ত দুঃখজনক ব্যাপার হল বেখেয়ালে বা তাড়াহুড়া করতে গিয়ে অনেক সময় আমরা সঠিক উচ্চারণে সালাম দেইনা। আপনি কী সালামের সঠিক উচ্চারণ জানেন?

ইসলামের শেআর ও প্রতীক পর্যায়ের একটি আমল হচ্ছে সালাম। এটি একটি দুআ। আর তাই এর সহীহ উচ্চারণের ব্যাপারে গুরুত্ব দেয়া বেশ জরুরী। বিশুদ্ধ উচ্চারণ না হলে অনেক সময় কথার অর্থ বদলে যায়। আর তাই, সঠিক অর্থ বজায় রাখতে বিশুদ্ধ উচ্চারণ আবশ্যক।

সালাম বিষয়ে ইমরান ইবনে হুসাইন (রা.) থেকে বর্ণিত,হুজুর ( সা.) এর দরবারে এক লোক এসে ‘আসসালামু আলাইকুম’ বলে বসে পড়ল। হুজুর ( সা.) তার উত্তর দিয়ে বললেন, সে দশটি নেকি পেয়েছে। তারপর আরেকজন এসে ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’ বলে বসে গেল। হুজুর ( সা.) তার উত্তর দিয়ে বললেন, সে বিশটি নেকি পেয়েছে। অতঃপর আরেকজন লোক এসে ‘আসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু’ পর্যন্ত বলে বসে গেল। রাসূল(সা.) তার উত্তর দিয়ে বললেন, সে ত্রিশ নেকি পেয়েছে। –আবু দাউদ ৫১৯৫, তিরমিজি ২৬৯০

সালামের উচ্চারণে আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি তা হল- স্লামালাইকুম, সালামালাইকুম, আস্লামালাইকুম, আস্লাআলাইকুম, সেলামালাইকুম, ইস্লামালাইকুম, অয়ালাইকুম ইত্যাদি বলা। অথচ, এই শব্দগুলো বলার কারণে সালামের অর্থ ঠিক থাকেনা।

‘আসসালামু আলাইকুম’ ‘ওয়া আ’লাইকুমুস সালাম’ সহীহ উচ্চারণের কাছাকাছি।

অন্য ধর্মের মানুষকে সালাম দেয়া নিয়ে রাসূলুল্লাহ ﷺ স্পষ্ট ভাষায় বলেছেন,لا تبدءوا اليهود ولا النصارى بالسلام ‘তোমরা ইয়াহূদী ও খৃষ্টানদের প্রথমে সালাম দেবে না।’ (মুসলিম ২১৬৭)

তবে কোনো অমুসলিম আগে সালাম দিয়ে ফেললে উত্তরে ‘অয়া আলাইকুম’ বলবে। কেননা, রাসূলুল্লাহ ﷺ বলেন, ﺇﺫﺍ ﺳﻠﻢ ﻋﻠﻴﻜﻢ ﺃﻫﻞ ﺍﻟﻜﺘﺎﺏﻓﻘﻮﻟﻮﺍ ﻭﻋﻠﻴﻜﻢ ‘আহলে কিতাবগণ তোমাদের সালাম দিলে, তার উত্তরে তোমরা শুধু ‘অয়া আলাইকুম’ বলবে।’ (বুখারি ৬২৫৮ মুসলিম ২১৬৭)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button