পাঠকের কথা

আমার বদলে যাওয়া পৃথিবী—- মাহমুদ আল হাসান সাগর

ঝিনাইদহের চোখ-
তোমাকে নতুন করে দেখার পর,বদলে গেছে আমার পৃথিবী। পৃথিবীর সব রং।
জানো বিকাল গুলা আজ আর ধূসর হয়না,হয় হলদে।
আর সকাল গুলা শুভ্রতার বদলে হয় রংগীন।
এ কেমন পৃথিবী হলো আমার।

আর জানো রং ধনুর রং ও পাল্টে গেছে।বেগুনী,নীল,লাল,আকাশী এসব আর নেই।
সব বদলে হয়ে গেছে মিষ্টি,হলুদ আর কালো।
বলতে পারো কালো কেন?যখন তুমি থাকোনা আমার পৃথিবী সব কালো লাগে।
এতো বোল্লাম সকাল বিকাল আর রংধনুর কথা,আর জোছনা রাত, সেও তো হলদে।
ভাবছো সেটা কিভাবে?
দিব্বি হয়,খুব হয়।
জোনাক পোকা তোমার খুব প্রিয়।
তুমি না থাকলে জোনাক গুলা মিটি মিটি করে হাসে জোছনা রাতে।
আর ওমনি জোছনা রাত টাও হলদে হয়ে যায়।

তোমার জন্য গান শোনাও ছেড়ে দিয়েছি,আমার প্রিয় সব হিন্দি,ফতেহ আলীর কাওয়ালী, মেহেদি হাসানের গজল, জাকির হোসেনের তবলার শব্দ,আধুনিক সব বাংলা গান।
ঝিঁ ঝিঁ পোকার ডাক তোমার প্রিয়।
তাই এখন গানের বদলে শুধু ঝিঁ ঝিঁ করেই বাজতে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button