হরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে প্রান্তিক কৃষকদের মাঝে সরিষাবীজ বিতরণ

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বন্ধুমহল-১৯৭৪ এর আয়োজনে ভূমিহীন প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয় ।

রবিবার দুপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে বন্ধুমহলের আহবায়ক আব্দুর রউফ (মাটুল মল্লিক) এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা।

এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত কৃষকদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন কৃষিবীদ মোঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান , বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এর ডিজিএম ( অবঃ) এ্যাডঃ শহিদুজ্জামান , বিশিষ্ট সমাজ সেবক হরিণাকুন্ডুপৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক ।

সমাজের তৃণমূল পর্যায়ে , মানুষের ভাগ্যের উন্নয়ন সহ দেশের মূল উৎপাদনশীল ক্ষাত কৃষি ব্যবস্থাকে পরিবর্তনের লক্ষে ২০০৩ সালে হরিণাকুন্ডুবন্ধুমহল-১৯৭৪ এর পদচারণ শুরু হয় । এর পরথেকে একের পর এক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে এই মহল ।

আলোচনা শেষে প্রধান অতিথি ইউএনও সৈয়দা নাফিস সুলতানা ও প্রধান বক্তা কৃষিবীদ নজরুল ইসলাম কৃষকদের হাতে সরিষা বীজ তুলে দেন । এসময় ১৮০ জন কৃষকের মাঝে এই সরিষাবীজ বিতরণ করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button