ঝিনাইদহ সদর

ঝিনাইদহে টাকার অভাবে চিকিৎসা বন্ধ

ঝিনাইদহের চোখঃ
নিউজটি ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় লেখা

এ ধরেন ঝিনেদা সদর উপজিলার কেষ্টপুরির (কৃষ্ণপুর) গুলাম মোস্তফা এক বচর ধরে রোগে শোগে ভুগে ভুগে কাহিল। বিটাডার চিকিৎসা করার মতোন কুনো টাকা নেই। পেত্তমবার কিডনি রোগ ধরা পলো। এক বচরে খরচ হলো তিন লাক টাকা। গুলাম মোস্তফার একমাত্তর ছেলে সুমন মিয়া ওরফে লাল্টু দর্জির কাজ করে। উর কিচু জমানো টাকা ছিল তাও শেষ। একন নতুন করে হার্টের রোগ দেকা দিয়েচে। ঢাকায় নিয়ে চিকিৎসা করার মতোন কোন সামর্ত নেই উগার।

তাই গিরামের বাড়ি নিয়ে রাকা হয়েচে। বাপের চিকিৎসা করাতি না পেরে চোকিমুকি অন্দোর দেকচে লাল্টু। কি করবে সে ? আপনারা কি গুলাম মোস্তফার চিকিৎসার জন্নি আগোয়ে আসতি পারবেন ? তালিপর বিটাডা নতুন জীবন ফিরে পেত।

কত টাকা তো কতো দিক আমরা বাহুত্তারা খরচ করি। আসুন না এই লোকডার জন্নি কিচু করি। যদি আপনারা আগিয়ে আসেন তবে উর ছেলে লাল্টুর বিকাশ নাম্বার হচ্ছে 01851-653923 একেনে আপনারা বিকাশের মাদ্যমে টাকা দিতি পারেন।

বিস্তারিত জানতি হলি 01675033180 নাম্বারেও কল কত্তি পারেন। আমাগের ঝিনেদার আঞ্চলিক ভাষা গুরুপির নেতা সাইফুল ইসলাম লিকু ও পিয়াসের কাচেও আপনারা এ সম্পক্কে জানতি পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button