কালীগঞ্জ

কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

ফিরোজ আহম্মেদ, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
’নিভর্’ল জন্ম- মৃত্য নিবন্ধন করব’ শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এ স্লোগান নিয়েই কালীগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, এনজিও প্রতিনিধি শিবুপদ বিশ্বাস, ইউ পি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন ও আলাউদ্দিন আল আজাদ, ইউপি সচিব সমিতির ঝিনাইদহ জেলা সভাপতি শেখ হাবিবুর রহমান ও আলতাফ হোসেন প্রমুখ।

বক্তাগন, রাষ্ট ও সাধারন মানুষের একান্ত প্রয়োজনে সময়মত নির্ভুল জন্ম- মৃত্য নিবন্ধন করার গুরুত্ব আরোপ করেন। এবং একাজে সকল সমস্যা দুরীকরনে সরকারের প্রতি আহব্বান জানান।

সভাতে অন্নান্য ইউপি চেয়ারম্যন, গনমাধ্যম কর্মী এনামুল হক ও উপজেলার অন্নান্য দপ্তরের কর্মকর্তাগন অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button