ধর্ম ও জীবন

ঘরে প্রবেশ ও ঘর থেকে বের হওয়ার সুন্নত

ঘরে প্রবেশের সুন্নত

বাইরে থেকে ঘরে আসার পর নিম্নোক্ত দোয়া পড়া এবং ঘরের লােকদের উদ্দেশে সালাম দেওয়া সুন্নত।

(اللہم انی اسئلک خیر المولج وخیر المخرج بسم اللہ ولجنا وعلی اللہ ربنا توکلنا

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসয়ালুকা খাইরাল মাওলাজি ওয়া খাইরাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজ না ওয়া আলাল্লাহি রাব্বিনা তায়াক্কালনা।

অর্থ : ইয়া আল্লাহ! আমি আপনার নিকট কল্যাণকর প্রবেশ এবং কল্যাণকর নির্গমন প্রার্থনা করি। আমার রব আল্লাহর উপরই একমাত্র ভরসা। (আবু দাউদ)

ঘর থেকে বের হওয়ার সুন্নত

মসজিদে বা অন্য যে কোনাে স্থানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এই দোয়া পড়া সুন্নত

بسم الله توكلت على الله لا حول ولا قوة الا بالله .

উচ্চারণ : বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি।

অর্থ : আমি আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি। একমাত্র আল্লাহ ছাড়া অন্য আর কারাে কোনাে শক্তি নেই।–(আবু দাউদ, তিরমিযী, ইবনে মাজাহ)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button