ঝিনাইদহ সদর

ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিশন আলী, ঝিনাইদহের চোখঃ

পৌর সেবার মানোন্নয়নে ঝিনাইদহ পৌরসভা কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝিনাইদহ এর মধ্যে এক মতবিনিময় সভা অদ্য পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সনাক এর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় সনাক সভাপতি মোঃ সায়েদুল আলম, পৌর প্যানেল মেয়র জাহিদুল ইসলমাম ও সচিব মোঃ মুস্তাক আহমেদ, কাউন্সিলরবৃন্দ ও সনাক এর স্থানীয় সরকার উপকমিটির সদস্য মোঃ আবু তাহের, ডা. হাসানুজ্জামান, ইয়েস দলনেতা শান্তা আহম্মেদ সুমি, ইয়েস ফ্রেন্ডস দলনেতা মাজহারুল ইসলাম ও টিআইবি’র এরিয়া ম্যানেজার বখতিয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

বিগত সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনায় দেখা যায় সনাক এর দাবিতে বয়স্ক ভাতা প্রাপ্তদের তালিকা পৌর চত্বরে নোটিশ বোর্ডে দৃশ্যমান করা হয়েছে, পায়রা চত্বরে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে, অভিযোগ গ্রহণ ও তথ্য প্রদান রেজিস্টার এবং পৌরসভার বন্ধ ওয়েবসাইট হালনাগাদকরণ শুরু হয়েছে।

কর্তৃপক্ষ আরও প্রতিশ্রæতি দেন যে, সর্বাধিক গুরুত্বসহকারে ওয়েবসাইট হালনাগাদ করা হবে এবং আরও ৬টি গুরুত্বপূর্ণ স্থানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button