টপ লিডদেখা-অদেখাহরিনাকুন্ডু

হরিণাকুন্ডুতে পুলিশি-সেবা জনগনের দোর-গোড়ায়- এসপি মোঃ হাসানুজ্জামান

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
যেকোন ধরণের অপরাধ নির্মূল, সামাজিক বিরোধ নিয়ন্ত্রন, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন বাল্যবিবাহ রোধ , কিশোর গ্যাং প্রতিহত সহ পুলিশিসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম)।

“বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি ” এই মূল প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানুষের দারপ্রান্তে সেবা পৌছানোর লক্ষে এসময় পৌরসভার ৩টি কার্যালয় সহ একযোগে ৮ ইউপির ৮ টি মোট ১১টি বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করা হয়।

মঙ্গলবার বিকালে পৌরসভা প্রাঙ্গণে থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , পৌর মেয়র মোঃ শাহীনুর রহমান রিন্টু , ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান , গোলাম মোস্তফা , মঞ্জুরুল আলম , শরাফত দৌলা ঝন্টু , রাকিবুল হাসান রাসেল , নাজমূল হুদা পলাশ, প্যানেল মেয়র খায়রুল ইসলাম , সাইফুল ইসলাম , রাজনৈতিক ব্যক্তিবর্গ , মুক্তিযোদ্ধা শাকের আলী সহ মুক্তিযোদ্ধাদের একাংশ , সংবাদ কর্মী, পৌর কাউন্সিলর ফারুক হোসেন , আনিচুর রহমান লিটন , শুভঙ্কর বিস্বাস সহ কাউন্সিলর বৃন্দ , বিভিন্ন ইউপি সদস্য , গ্রামপুলিশ বৃন্দ ।

এসময় উদ্বোধক পুলিশ সুপার বলেন, পুলিশের কার্যক্রম আরও জনমুখী ও জনবান্ধব করাই এই কার্যক্রমের লক্ষ , এছাড়াও এ কার্যক্রমের ফলে দ্রুত পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতি বিট পুলিশিং কার্যালয়ে বিট অফিসার হিসাবে একজন এসআই , সহকারী বিট অফিসা একজন এএসআই সহ দুইজন পুলিশ সদস্য জনগনের সেবাদন কাজে নিয়জিত থাকবে। তিনি আরও বলেন, আইজিপি মহদয়ের চিন্তাধারা বা¯তবায়নে এই বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভব ।

স্থানীয় ছোটখাটো সমস্যা, সামাজিক বিবাদ, মাদক নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয় দ্রুত বিট পুলিশের কার্যালয়ের দ্বায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান করবে। এছাড়া তারা ক্ষতিগ্রস্থদের নিকট থেকে অভিযোগ গ্রহণ সহ আইনি সহায়তা প্রদান করতে পারবে , ফলে মানুষ ঘরে বসে দ্রুত পুলিশি সেবা গ্রগন করতে পারবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button