হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে ১০ টি স্থানে বিট পুলিশিং কার্যালয়

এইচ মাহবুব মিলু, হরিণাকুণ্ডু, ঝিনাইদহের চোখ-

যেকোন ধরণের অপরাধ নির্মূল, সামাজিক বিরোধ নিয়ন্ত্রন, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও পুলিশিসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। মানুষের দারপ্রান্তে সেবা পৌছানোর লক্ষে উপজেলার ৮ ইউনিয়ন ৮টি ও পৌরসভার ২টি মোট ১০ টি স্থানে করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়।

রোববার সকালে পৌরসভার বিট পুলিশিং কার্যালয়ে ব্যনার সাইনবোর্ড স্থাপন করেন থানা অফিসার ইনাচার্জ আব্দুর রহিন মোল্লা ।

এসময় তিনি বলেন, পুলিশের কার্যক্রম আরও জনমুখী ও জনবান্ধব করাই এই কার্যক্রমের লক্ষ , এছাড়াও এ কার্যক্রমের ফলে দ্রুত পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতি বিট পুলিশিং কার্যালয়ে একজন এসআই , একজন এএসআই ও তিনজন পুলিশ সদস্য জনগনের সেবাদন কাজে নিয়জিত থাকবে। পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নের ১০টি কার্যালয়ে একযোগে এই কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, এতে স্থানীয় ছোটখাটো সমস্যা, সামাজিক বিবাদ নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয় দ্রুত বিট পুলিশের কার্যালয়ের দ্বায়ীত্ব প্রাপ্তরা সমাধান করবে। এছাড়া তারা ক্ষতিগ্রস্তদের নিকট থেকে অভিযোগ গ্রহণ সহ আইনি ব্যবস্থা গ্রহন করতে পারবে , ফলে মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button