টপ লিডমহেশপুর

মহেশপুরে তিন দিনের ব্যবধানে মা ও শিশু হাসপাতালে আরো এক প্রসুতির মৃত্যু

জিয়াউর রহমান জিয়া, মহেশপুর, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহের মহেশপুরে ৩দিনের ব্যবধানে আবারো একটি ক্লিনিকে প্রসুর্তি মায়ের মৃত্যু হয়েছে।

জানাগেছে উপজেলার নেপার মোড়ে একতা ক্লিনিকে তিন দিন আগে লাবনী খাতুন নামের এক কিশোরী গৃহ বধুর সিজার অপরেশান করার সময় মারা যায়। তিন দিন পরে সোমবার সকালে নেপার মোড়ের মা ও শিশু হাসপাতালে মরিয়ম খাতুন(৩০) নামের এক মাকে সিজার অপরেশান করার সময় বাচ্চাটি বেচেঁ গেলেও টেবিলেই মারা যায় মা বলে অভিযোগ উঠেছে । মরিয়ম জিনজিরা পাড়ার সিকতার হোসেনের স্ত্রী ।

রুগীর আতœীয় মামুন জানান, রোববার রাতে তার বোনের পোর্সাব বেদনা উঠলে নেপার মোড়ের মা ও শিশু হাসপতালে নিয়ে গেলে ডাক্তার সোহেল রানা তাকে দুই বার অপরেশান করে। পরে সকালে মরিয়ম মারা যায়।

মা ও শিশু ক্লিনিকের মালিক নাজমুল হুদা মনু জানান,রুগিটি রাতে ভর্তি করি পরে সিজার করার সময় কিডনি ফেল করে। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। সকালে তার অবস্থার অবনতি হলে যশোর নেওয়ার পথে মারা যায়।

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরার কাছে প্রসুর্তির মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান আপনার কাছে কেবল শুনলাম। কেউ এখনো অভিযোগ করেনি । অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মিটিংএর ব্যাপারে জানতে চাইলে তিনি জানান , আমি সরকারী নির্দেশনা দেখতে সেখানে গিয়েছিলাম । আমি বলেছি ডাক্তার ও ক্লিনিকের আনুসাঙ্গিক না থাকলে ক্লিনিক চালাতে দেব না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button