কালীগঞ্জ

ঝিনাইদহ মোচিক’র মাড়াই মৌসুমের উদ্ধোধন

দক্ষিনঞ্চালের একমাত্র ভারী শিল্প প্রতিষ্টান মোবারকগঞ্জ চিনিকলের ২০১৮ – ২০১৯ মাড়াই মৌসুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এম পি ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার।

এ উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভায় মিলের ব্যাবস্থাপনা পরিচালক ইউসুপ আলী শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কেরু এন্ড কোং দর্মনা চিনিকলের এমডি এনায়েত হোসেন, মোচিক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আতিয়ার রহমান ও আখচাষী সমিতির সভাপতি জহুরুল ইসলাম।

মোচিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক কবির হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী প্রমুখ।

এ সভার মাধ্যমে মিলের বড় আখচাষী উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাজাহান শেখ, আহসান হাবিব ও ইউসুপ আলীর হাতে সন্মাননা স্বরুপ ক্রেষ্ট তুলে দেন।
সভা শেষে প্রধান অতিথি আনার সহ অতিথিগন মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

উল্লেখ্য চলতি ২০১৮ – ১৯ মাড়াই মৌসুমে মিলটি ১ লাখ ৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৮ হাজার ১ শত মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধাষ্য করেছে। ্এবং ১০ হাজার ৫ শত একর জমিতে আখ রোপন লক্ষ্য মাত্রা রয়েছে। উল্লেখ্য মিলটি ৫২ তম মাড়াই দিবসের আগমুহুত্ব পর্ষন্ত কয়েকশত কোটি টাকা লোকসান করেছে। চলতি ২০১৮-১৯ মাড়াই মৌসুম মিলটি চলবে ৮৯ কার্ষ্যদিবস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button