জানা-অজানাটপ লিড

ঝিনাইদহে করোনায় নতুন ১২ জন আক্রান্ত

কামরুজ্জামান লিটন , ঝিনাইদহঃ

রাস্তাঘাটে গমগম করছে মানুষ। যানবাহনও ফাঁকা নেই। ইজিবাইক, ভটভটি ও নছিমন করিমনে ঠাসাঠাসি মানুষ। হাট-বাজারও ফিরেছে সেই পুরনো চেহারায়। গ্রামগঞ্জের বাজারঘাটে চায়ের দোকানে জটলা। শহরের অলিগলিতে রাতের পর উদ্দেশ্যহীন যুবকদের ঘোরাঘুরি।

সবকিছু দেখে মনে হচ্ছে ঝিনাইদহবাসির কাছে করোনাভাইরাস এখন ডেম কেয়ার। তাই চলাফেরায়ও ডোন্ট কেয়ার ভাব। করোনা আতংক ও সরকারী কোন বিধি নিষেধ মানুষের মনে দাগ কাটছে না। ফলে জেলায় থাবা বিস্তার করে চলেছে করোনা ভাইরাস।

ঝিনাইদহে নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৭৮ জন।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, শুক্রবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ টি পজেটিভ।

এলাকাভিত্তিক আক্রান্তদের মধ্যে শহরের নেভি অফিস, দুঃখি মাহমুদ সড়ক, র‌্যাব অফিস, আদর্শপাড়া ও পাগলাকানাই। কালীগঞ্জ উপজেলার বারোবাজার, চাপরাইল, বলিদাপাড়া ও নিয়ামতপুর। শৈলকুপা উপজেলার দুধসর, গোসাইডাঙ্গা ও কাতলাগাড়ি। মহেশপুরের পুরন্দরপুর ও ফতেপুর এলাকায় আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত আক্রান্ত ৩৭৮ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২৮ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button