শৈলকুপা

শৈলকুপায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সম্মাননা প্রদান

টিপু সুলতান, শৈলকুপা, ঝিনাইদহের চোখ-
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর এবং বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় ঝিনাইদহের শৈলকুপায় আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু। অন্যান্যদের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারের কাজ স্মরণ করে বলেন, তিনি আমৃত্যু পর্যন্ত নারী সংগ্রামে লড়াই চালিয়ে গেছেন। আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরন করছি। বাংলার নারীরা বেগম রোকেয়ার আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলার প্রতিটি উচ্চ পদস্থ চেয়ারে নারীরা একদিন পুরোপুরিভাবে অধিষ্ঠিত হবে বলে উল্লেখ করেন। আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাদের মাঝে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button