ক্যাম্পাসজানা-অজানা

আব্দুল্লাহ’র ব্যতিক্রমী উদ্যগ/ঈদের কেনাকাটার জমানো টাকায় উপহার

ঝিনাইদহের চোখঃ

নিজের জমানো টাকা ও ঈদে খরচ না করা টাকায় আব্দুল্লাহ এসএসসিতে এ প্লাস ও গোল্ডেন প্রাপ্তদের মাঝে কলম, ডাইরি, মেডিকেল মার্ক্স , মৌসুমী ফল ও ফুল উপহার হিসাবে তুলে দিয়েছেন । এমন ব্যতিক্রমী উদ্যগ ঝিনাইদহ জেলায় এর আগে কখনই দেখা যায়নি। তিনি হামদহ এলাকায় কয়েকজনের ছাত্রছত্রীর বাড়ীতে গিয়ে এ সকল উপহার তুলে দেন।

এ প্রসঙ্গে আব্দুল্লাহ বলেন, ঈদের কেনাকাটার টাকা জমিয়ে রেখেছিলাম — কোন ভালো কাজে খরচ করবো বলে।। স্কুলের গন্ডি পেরিয়ে যারা কলেজ জীবনে পা রেখেছে, যাদের SSC ফলাফলে পরিবারের সাথে আমরাও গর্বিত—যাদের হাত ধরেই গড়ে উঠবে নতুন সমাজ—- তাদের জন্য সামান্য উপহার দিতে পেরে আমি রেল আব্দুল্লাহ গর্বিত ।

তিনি জানান, আমি রেল আব্দুল্লাহ ঝিনাইদহ সদরে রেল পথ চাই। এই শহর উন্নয়নে সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষা অঙ্গনে কাজ করে যাচ্ছি। এস এস সি পরিক্ষায় যে সমস্ত ছাত্র, ছাত্রীরা ভাল রেজাল্ট করেছেন আমার এলাকায় এ প্লাস ও গোল্ডেন প্লাস পয়েছেন তাদের আমি নিজ উদ্যোগে বাসায় যেয়ে তাদের শুভেচ্ছা ও উপহার জানিয়ে আসি।

তিনি আরও জানান, আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করেন হুমায়ন হিমু ও মোঃ বিপ্লব হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button