প্রবাসে ঝিনাইদহ

ঝিনাইদহের ছেলেটি কুয়েত থেকে টাকা পাঠালো ২০টি পরিবারকে সহায়তার জন্য

এস এম রবি, ঝিনাইদহের চোখঃ

বিদেশে অবস্থান করেও দেশের অসহায় আর কর্মহীন হয়ে পড়া মানুষের কথা ভোলেনি ঝিনাইদহের ছেলে রেমিট্যান্স যোদ্ধা ইমরান নাজির, কুয়েত এর আল জাহার শহরে তিনি বসবাস করেন, করোনা ভাইরাসের কারনে কুয়েত সহ প্রায় পুরো পৃথিবীই লক ডাউন চলছে, দীর্ঘ এই লক ডাউন চলার কারনে দিন আনে দিন খায় এমন পেশার মানুষজন চরম বিপাকে পড়েছেন, এমন ২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রিক উপহার দেন ইমরান, তার একজন বন্ধুর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার সামগ্রী পৌছে দেওয়া হয়, খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল,তেল, পিঁয়াজ,আলু, সাবান।

ইমরান বলেন, আমরা বিদেশে উপার্জন করতে এসেছি, কিন্তু আমাদের মন সব সময় দেশেই পড়ে থাকে, দেশের মানুষের জন্য আমাদের মন কাঁদে, যতদিন বেঁচে আছি সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাড়াবো, ইমরানের জম্ম স্থান ঝিনাইদহ সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button