কোটচাঁদপুরজানা-অজানাটপ লিডধর্ম ও জীবন

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রামবাসির স্বেচ্ছায় লকডাউন (ভিডিও)

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরের একটি গ্রামের করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউন ঘোষনা করা হয়েছে। গ্রামের যুবকদো এমন উদ্যোগে প্রশংসায় ভাসাচ্ছে জনসচেতন লোকজন। উপজেলার দৌড়া ইউনিয়নে গ্রামটির অবস্থান। আর গ্রামটির নাম হল- দয়ারামপুর।

গ্রামবাসি জানায়, প্রয়োজন ছাড়া গ্রামের বাইরের ও মধ্যে কোন ব্যক্তিকে ঢুকতে দেয়া হচ্ছে না। আবার কেউ ঢুকতে চাইলেও পুরো শরীরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। অন্যদিকে গ্রামের দুস্থ ও দরিদ্রদের তালিকা তৈরি করে বাড়িতে বাড়িতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠাচ্ছে স্বেচ্ছাসেবক সংগঠনটি।

সংগঠনের সমন্ময়কারি মো. তারিক হাসান বলেন, গ্রামের ৬০ জন যুবককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের গ্রামের পাঁচটি মোড়ে তিন শিফটে দায়িত্ব পালন করছে। প্রতি মোড়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে। সেখানে বেসিন স্থাপন করে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, লকডাউনের ব্যাপারে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে।
করোনাভাইরাসের প্রকোপ বন্ধ না হওয়া পর্যন্ত এভাবে চলবে। গ্রামটি সুরক্ষিত রাখতে সবাই চেষ্টা করছেন। খুব প্রয়োজন ছাড়া কেউ গ্রামের বাইরে যেতে কিংবা ঢুকতে পারছেন না। গ্রামবাসির জন্য তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

এবিষয়ে দৌড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাবিজুল ইসলাম বিশ্বাস জানান, গ্রামের কিছু যুবকেরা স্বেচ্ছায় নিজস্ব অর্থায়নে এসব কার্যক্রম চালানো হচ্ছে। গ্রামবাসিকে সুরক্ষা রাখতে তাদের এমন উদ্যোগ প্রশংসনীয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button