জানা-অজানাঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহের ভেকু দিয়ে পুকুর খনন/জমির শ্রেণী পরিবর্তণ

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঝিনাইদহের প্রশাসন যখন ব্যস্ত, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, দোকানপাট, গণপরিবহন বন্ধ করা হয়েছে।

ঠিক এমন সময় নিজেদের ফাইদালুটতে ব্যস্ত এক শ্রেনীর স্বার্থনেশি খাদকরা। তারা প্রমাসনের এমন ব্যস্ততা দেখে কোন প্রকার সংশ্লিষ্ঠ দপ্তরের অনুমতি ছাড়াই ভেকু দিয়ে পুকুর খননের করে জমির ধরন পরিবর্তন করছে।

তেমনি একজন সদর উপজেলার মামুনশিয়া গ্রামের আব্দুল খালেক নামের একব্যাক্তি। তিনি নিজ গ্রাম মামুনশিয়া-রাঙ্গিয়ারপোতা সড়কের ব্রিজের নিকট পুকুর খনন করছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া পাশেই কয়েকটি ইজ্ঞিনচালিত ট্রাক্টর ও স্যালোইজ্ঞিনের মিনি ট্রাক ভিড়িয়ে সকাল থেকে সন্ধা পর্যন্ত পুকুর খননের মাটি একটি ইট ভাটায় দিচ্ছেন বলে গ্রামবাসির সাথে কথা বলে জানা গেছে।

এ বিষয়ে সরেজমিন খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। তবে কাজে থাকা কেউই এবিষয়ে কোন কথা বলতে চাইনি।

এ বিষয়য়ে ২নং মধুহাটি ইউনিয়নের সহকারি ভুমি কর্তকর্তা মোকলেচুর রহমান বলেন, সাধারন ছুটিতে আছি। বিষয়টি জানা নেই। তাছাড়া এবিষয়ে কৃষকদেরও সচেতন হতে হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button