অন্যান্য

ইজতেমায় ছয়জনকে গণধোলাই, পুলিশে সোপর্দ

 

ঝিনাইদহের চোখ:

টঙ্গীর তুরাগ তীরে সা’দপন্থীদের ইজতেমা চলাকালীন গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় মুসল্লিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

সা’দপন্থীদের দাবি, আটক ৬ মুসল্লি সা’দবিরোধী পক্ষের লোক। তাদের দাবি অস্বীকার করে আটককৃতরা জানিয়েছেন, তারা কোনো দলেরই অনুসারী নয়। শুধু ইবাদত করতেই ইজতেমা মাঠেএসেছেন।

সোমবার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশে দেয়া হয়। পরে রাতেই তাদের ছেড়ে দেয় পুলিশ।

আটক ছয়জন হলেন, আবু সাইদ, ঈমান উদ্দিন, মাওলানা ওয়ায়েজ উদ্দিন, আলী আশরাফ, আব্দুর রশিদ ও আরেকজনের নাম জানা যায়নি।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই ইয়াসিন বলেন, কয়েকজন লোক ইজতেমা চলাকালীন ইজতেমা মাঠ থেকে ফেসবুক লাইভ এবং মোবাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় যে ইজতেমা মাঠে কী পরিমাণ লোক সমাগম হয়েছে। এ সময়ে সা’দ অনুসারীরা বিষয়টা জানতে পেরে তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ধরনের ঘটনার যেন পুরণাবৃত্তি না ঘটে এ বিষয়ে একটি আটককৃতদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। পরে সোহাইল সাদি নামে এক ব্যক্তির জিম্মায় রাত সাড়ে ১০টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button