হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে COVID-19 সংক্রমণ রুখতে জীবানুনাশক ছিটানো শুরু

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রবিবার দিনভর উপজেলা প্রশাসন , পৌরসভা ও ফায়ারসার্ভিস এর যৌথ আয়োজনে COVID-19 করোনা ভাইরাস সংক্রমণ রুখতে জীবানুনাশক স্প্রে করা শুরু হয়েছে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু ও উপজেলা ফায়ারসার্ভিস ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান জনাতঙ্ক করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর প্রয়াসে এই কিটনাশক ছিটানো হচ্ছে ।

আজ পৌরসভার পার্বতীপূর আমেরচারা কলকাকলী স্কুল থেকে শুরু করে আমেরচারা মোড় , সুড়া , ফতেপূর, মাছ আড়ৎ , থানা মোড় , পার্বতীপূর বাজার , মহিলা কলেজ এলাকা, পৌরভবণ এলাকা , উপজেলা মোড় সহ বিভিন্ন এলাকায় কিটনাশক ছিটানো হয়েছে এই কার্যক্রম অব্যাহত থাকবে। জনস্বার্থে পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে জিবানুনাশক ছিটানো এই কর্যক্রম চলমান থাকবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button