জানা-অজানাটপ লিড

ঝিনাইদহে আমনে দাম পেয়ে ইরিতে ঝুকেছে কৃষক

মনজুর আলম, স্টাফ রিপোর্টার-ঝিনাইদহের চোখ:
ঝিনাইদহে আমন ধানে দাম পাওয়ায় এবছর ইরি বোরো ধানের আবদে ঝুকেছে কৃষক। ইরি ধানের লক্ষ্যমাত্রা থেকে ২ হাজার ৮৪৪ হেক্টর জমিতে বেশি হয়েছে। কৃষক এখন ধানের যতœ নিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কোন কৃষক ধানের জমির আগাছা পরিষ্কার করছেন। আবার কোন কৃষক জমিতে সার ছিটাচ্ছেন।

সদর উপজেলার বাজার গোপালপুরের কৃষক জমির হোসেন বলেন, এবছর তিনি ৫০শতক জমিতে ইরি ধান করেছেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানের চারা জমিতে রোপন করেন। ধানের জমির আগাছা পরিষ্কারসহ দুইবার সার ছিটানো হয়েছে। ধান ভালোই হবে বলে তিনি আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস জানান, এবছর ৭৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে ইরি বোরো ধানের লক্ষমাত্রা ধরা হলেও ৮০ হাজার ২৮৪ হেক্টর জমিতে ধান হয়েছে। যা লক্ষমাত্রা থেকে বেশি। কৃষকরা ধানের যতœ নিতে এখন ব্যস্ত সময় পর করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button