হরিনাকুন্ডু

হরিণাকুণ্ডুতে পানবরজ পুড়ে ছাই || প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপূর ইউনিয়নের পারদখলপূর গ্রামে আগুনে ১২ পরিবারের বসতঘর , পানবরজ, গোয়ালঘর , রান্নাঘর , পানিরমোটর , আসবাবপত্র, পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে উভয়ের প্রায় পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ারসার্ভিস ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন । শনিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ ঐ গ্রামের ওহাব মন্ডলের ছেলে আঃ আলিমের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট মাধ্যমে আগুনের উৎপত্তি হয় বলে প্রাথমীকভাবে নিশ্চিত করা হয়েছে, পরবর্তীতে পার্শে লাগুয়া মৃত আত্তাব মন্ডলের ছেলে নুরুল ইসলামের পানবরজে আগুন লেগেযায় তরপর আগুন ছড়িয়ে পড়ে বলে এলাকাবাসী ও ফায়ারসার্ভিস জানায় ।

ফায়ারসার্ভিস ষ্টেশন অফিসার বিপুল হোসেন জনিয়েছেন আনুমানিক বিকাল ৩টা ৩০মিনিটে আগুন লেগেছে অথচ আামাদের ৪টা ২০মিনিটে খবর দেওয়া হয়েছে । সাথে সাথে খবর পেলে ক্ষতির পরিমান আরও কমাতে পারতাম , তারপরও প্রায় ২৭ লক্ষটাকার ক্ষয়ক্ষতি রক্ষা করতে সক্ষম হয়েছে আমাদের অগ্নি নির্বাপক দল।

আগুনে আব্দুল ওহাবের বসতঘর, আসবাবপত্র, নগদ ২৫ হাজার টাকা , সোলাইমান হোসেনের ঘরসহ আাসবাবপত্র, ফ্রিজ, ১০শতক পানবরজ , নগদ ১লক্ষ টাকা,৫০কেজি চাউল , কানের দুল , সেলিম উদ্দীনের ১০শতক পানবরজ, আঃ আলীমের বসত ঘর, আসবাবপত্র, ১মণ ধান ৬০কেজি চাউল৷, রজন বিস্বাসের ১০ শতক পানবরজ, নুরুল ইসলামের ৬শতক পানবরজ , আঃ সামাদের ২৭শতক পানবরজ, তুজাব আলীর ১৫ শতক পানবরজ , গোয়ালঘর, রান্নাঘর , মুকুল বিস্বাসের ১৫শতক পানবরজ , বিপুল বিস্বাসের বসতঘর পোয়ালঘর , ২মণ খেষাড়ী পানির মোটর৷, জাকির হোসেনের ২৭ শতক পানবরজ সহ পেশীনগর গ্রামের শিমুল হোসেনের ২৭ শতক পানবরজ আগুনে সম্পুন্ন ভষিভূত হয়ে পথে বসেছে ১২ পরিবার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button