ক্যাম্পাস

ইবিতে ৫ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

অনি আতিকুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের চোখঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত ৫ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তী ঘোষণা করা হয়।

জানা যায়, ইবি শিক্ষার্থীদের জন্যে ২৬-৩০ অক্টোবর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ৫ দিনব্যাপী এ কর্মশালার প্রশিক্ষক ছিলেন কলকাতার নৃত্যশিল্পী সোমা গিরি।

মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. রাশিদ আসকারী। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আবদুল লতিফ।

আলোচনায় উপাচার্য বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় হবে আকাশের মত উদার সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। ললিত কলা মানুষের জীবনাচরণের সাথে জড়িত, আর এরই একটি শাখা হচ্ছে নৃত্যচর্চা।’

আলোচনা শেষে নৃত্য প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরে সোমা গিরির নির্দেশনায় ‘আমি স্বাধীনতা’ শীর্ষক নৃত্যনাট্য মঞ্চায়িত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button