ঝিনাইদহ সদরনির্বাচন ও রাজনীতি

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের মাঠে এ্যাড. আব্দুর রশিদ

ঝিনাইদহের চোখঃ

আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই উপজেলা। প্রায় সাড়ে তিন লাখ মানুষ বসবাস করে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়াম্যান পদে শোনা যাচ্ছে অনেকের নাম। চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তাদের অন্যতম একজন হচ্ছেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আব্দুর রশিদ।

তাঁর ব্যক্তিগত বিবরণীঃ
নাম: মো: আব্দুর রশীদ (এ্যাডভোকেট)।
পিতার নাম: মৃত আহম্মদ আলী বিশ্বাস ।
মাতার নাম: মৃত ভানু বিবি।
জন্মস্থান: গ্রাম: বেড়বাড়ী ,থানা ও জেলা : ঝিনাইদহ ।
শিক্ষাগত যোগ্যতা: বি.এ (রাজশাহী বিশ্ববিদ্যালয়),এল.এল.বি (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

রাজনৈতিক জীবন:
১৯৬৮ সাল থেকে ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসাবে রাজনৈতিক জীবন শুরু করে । অতঃপর পরবর্তী সুদীর্ঘ ৫০ বছর মুজিব আদর্শের একনিষ্ঠ সৈনিক হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন সমূহের থানা/উপজেলা ও জেলা শাখা সহ বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সাংগঠনিক পদে একজন সৎ ,নিষ্ঠাবান, ত্যাগী ও নিবেদিত প্রাণ রাজনীতিবিদ হিসাবে সফল ও স্বার্থক ভাবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতা পরবর্তী রাজনীতি:
স্বাধীনতা পরবর্তী কালে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির প্রতি অবিচল থেকে সংগঠনকে শক্তিশালী করার কাজে নিজেকে নিয়োজিত করেন এবং সকল আন্দোলন সংগ্রামে (নব্বইয়ের গণঅভ্যুথান,বিএনপি- জামাত জোটবিরোধী আন্দোলন,ওয়ান ইলেভেনের ক্রান্তিকালে গণতন্ত্র পুনরোদ্ধার) আন্দোলন সহ সকল আন্দোলন সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে নিয়োজিত থেকে জনমত গঠন ও দলকে সুসংগঠিত করণে অগ্রণী ভুমিকা পালন ।

বর্তমান অন্যতম সাংগঠনিক পদ:
* ২০১৮ সালে নবগঠিত সদর থানা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক পদ সমূহ:
* ১৯৮৭ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং পরবর্তীতে সাংঠিনিক সম্পাদক।
* ১৯৯১ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক-২।
* ১৯৯৮ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত ২ বার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক -১।
* ২০১৪ সাল হতে বাংলাদেশ আওয়ামীলীগ ,ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি।

কৃষক লীগের সাংগঠনিক পদ সমূহ:
* ১৯৮৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষক লীগ,ঝিনাইদহ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন।
* পরবর্তীতে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি নির্বাচিত এবং সার্থক ভাবে দায়িত্ব পালন।

* বর্তমান বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীয় সদস্য।
থানা আওয়ামেিলগের সাংগঠনিক পদ সমূহ:
* ১৯৭৩ সালে ঝিনাইদহ থানা আওয়ামী লীগের যুব সম্পাদক। পরবর্তীতে ঝিনাইদহ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

ছাত্র রাজনীতি:
* ১৯৬৮ সালে ছাত্রলীগের স্বক্রিয় কর্মী।
* ১৯৬৯ সালে গণআন্দোলনে অগ্রণী ভূমিকা পালন।
মুক্তিযুদ্ধে অংশগ্রহন:
*১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন।
* ভারতের রানাঘাটে স্থাপিত ইয়ুথ ক্যাম্পে ট্রেনিংরত মুক্তিযোদ্ধাদের কোম্পানী কমান্ডার হিসেবে দায়ত্বি পালন।
* পরবর্তীতে দেশের অভ্যন্তরে প্রবেশ করে সশস্ত্র প্রতিরোধ গঠন।

কর্মজীবন:
* ঝিনাইদহ সদর থানাধীন বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্ম জীবন শুরু।

পরবর্তীতে রাজনিতিক কর্মকান্ড চালানোর সুবিধার্থে ঝিনাইদহ বারে যোগদানের মাধ্যমে আইন পেশায় আতœনিয়োগ এবং একজন দক্ষ আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

সমাজ সেবায় ভূমিকা:
ঝিনাইদহ তথা জাতীয় রাজনীতিতে অবদানের পাশাপাশি নিজ এলাকায় মানুষের কল্যাণ সাধনে বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব পূর্ণ পদে নিয়োজিত থেকে দায়িত্ব পালন।

দায়িত্বরত প্রতিষ্ঠান সমূহ ও পদবী:
১/ সদস্য নির্বাহী কমিটি ,জেলা শিল্পকলা একাডেমী ( সাবেক সদস্য সচিব ,জেলা শিল্পকলা একাডেমী,ঝিনাইদহ)
২/ সাধারণ সম্পাদক, পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ,ঝিনাইদহ।
৩/ সভাপতি,বেড়বাড়ী মাধ্যমিক বিদ্যালয়,ঝিনাইদহ।
৪/সদস্য,ফজর আলী গালর্স স্কুল এন্ড কলেজ,ঝিনাইদহ।
৫/ সাধারণ সম্পাদক সা’য়াদাতিয়া জামে মসজিদ,ঝিনাইদহ
৬/ সাধারণ সম্পাদক, পাগলা কানাই গণ পাঠাগার,ঝিনাইদহ।
৭/ সভাপতি ,বাড়ীবাথান দাখিল মাদরাসা,ঝিনাইদহ।

পারিবারিক জীবন:

ব্যক্তিগত জীবনে একপুত্র ও তিন সন্তানের জনক। একমাত্র পুত্র অস্ট্রেলিয়া সরকার প্রদত্ত বৃত্তি নিয়ে ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়া-তে ক্যানসার বিষয়ক গবেষণায় নিয়োজিত । দুই কন্যা শিক্ষকতা পেশায় নিয়োজিত ও অপর কন্যা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

আব্দুর রশিদ বলেন, এলাকার মানুষের দাবি, আমি যেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিই। দল আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো এবং ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ আমি উপহার দিবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button