জানা-অজানাটপ লিডদেখা-অদেখামহেশপুর

ঝিনাইদহের এখামার থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনাদের সবজি সরবরাহ করা হত

মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ

কোলকাতার ঠিকাদার ব্যবসায়ি মেহেন্দ্র নাথ দত্ত। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর সবজি সরবরাহের কাজটি পান। সে সময় তিনি মহেশপুরের কুশোডাংগাতে আসেন এবং এখানে ২’ হাজার ৭৩৭ একর জমির উপর সবজি উৎপাদন খামার শুরু করেন।

উৎপাদিত সবজি দর্শনার রেলস্টেশন থেকে রেল যোগে কোলকাতা নিয়ে যেতেন।

১৯৪৭ সালে দেশ ভাগের সময় তিনি স্বপরিবারে কোলকাতায় চলে যান। পরের বছর ১৯৪৮ সালে পাকিস্তান সরকার দত্তের খামারটি অধিগ্রহণ করেন। এখানে গড়ে ওঠে বাজার ( পূর্বে গ্রামাঞ্চলের লোকজন বাজারকে নগর বলতো)। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর কাগজ কলমে দত্তনগর নাম করন করা হয়।

বর্তমানে দত্তনগর বীজ উৎপাদন খামারটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তর খামার।

বাজারের নিকট প্রবিন বাসিন্দা মিন্টু মিয়া বলেন, শুনেছি এখানে দত্ত নামের একজন লোক বসবাস করতে দেশ ভাগের সময় তিনি চলে গেছে। তার নামের কারনে স্থানটি দত্তনগর হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button