অন্যান্য

হাঁচি চেপে রাখলে হতে পারে মৃত্যু! জানুন কেন

জানেন কি হাঁচির গতিবেগ কত? ঘণ্টায় ১০০ মাইল বা প্রায় ১৬১ কিলোমিটার! কিন্তু যখন তখন, সেখানে সেখানে আচমকা হাঁচি পেলেই মুসকিল! যেমন কোন জরুরি মিটিংয়ের মাঝে, কোন অনুষ্ঠান চলাকালীন, ভিড় বাসে-ট্রামে… এই জন্য অনেকে হামেশাই হাঁচি চাপার চেষ্টা করেন। বিশেষজ্ঞদের মতে, হাঁচি চাপলে তা শ্বাসনালির উপর, শরীরের রক্ত সঞ্চালনের উপর, হার্টের উপরও মারাত্মক চাপ সৃষ্টি করে।

মার্কিন চিকিত্সা বিজ্ঞানী মাইকেল বেনিঞ্জার-এর মতে, বহির্মুখী এই চাপকে জোর করে শরীরের ভিতর গিলে নিলে ভিতরে ভিতরে বহু ক্ষতি হতে পারে। যেমন, ল্যারিংসে ফ্র্যাকচার, কোমরে ব্যথা বা মুখের স্নায়ু ক্ষতিগ্রস্থ হতে পারে। তিনি সতর্ক করে বলেন, জোর করে হাঁচি চাপলে কানের পর্দা ফেটে যাতে পারে, সে ক্ষেত্রে বধির হওয়ার সম্ভাবনা প্রবল। জোর করে হাঁচি চাপলে শরীরের ভিতরে পাঁজর ক্ষতিগ্রস্থ হতে পারে, পেশিতে টান লাগতে পারে। বেনিঞ্জার জানান, জোর করে হাঁচি চাপলে ফুসফুসে মারাত্মক চাপ তৈরি হয়। হার্ট ও ফুসফুসের মধ্যে যে বায়ুর বিনিময় চলে সেই প্রক্রিয়াও বাধাপ্রাপ্ত হয়। পরিস্থিতি মারাত্মক হলে মৃত্যুও হতে পারে!

অতয়েব, জরুরি মিটিংয়ের মাঝেই হোক বা কোনও অনুষ্ঠান চলাকালীন, কিংবা ভিড় বাসে-ট্রামে… হাঁচি চাপার চেষ্টায় অযথা নিজের বিপদ ডেকে আনবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button