মহেশপুর

পুলিশের কোন সদস্য মাদকের সাথে লিপ্ত থাকে সরাসরি তার চাকুরি চলে যাবে – হাসানুজ্জামান পিপিএম

মো: আজাদ, ঝিনাইদহের চোখঃ

যত বড়ই ক্ষমতা ধর মাদক ব্যবসায়ী হোক আমি দমন করবো। শুধু মাদক ব্যবসায়ী না এলাকা থেকে আমি সব ধরনের অপরাধ দমন করবো। অচিরেই আপনারা তা বুঝতে পারবেন। পুলিশের কোন সদস্য মাদকের সাথে লিপ্ত থাকে সরাসরি তার চাকুরি চলে যাবে আমি কাউকেই ছাড় দেবোনা। আইন সব সময় আইনের গতিতেই চলবে।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর থানা চত্তরে ” মুজিববর্ষের অঙ্গীকার,পুলিশ হবে জনতার” এ শ্লো গান অনুষ্ঠিত ওপেন হাউজ তে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য দান কালে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম এ কথা বলেন।

মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউজ তে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, কোটচাঁদপুর সার্কেলের এএসপি আতিকুর রহমান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি এটিএম খাইরুল আনাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক সাহেব মেহবুব রঞ্জু, পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, নাটিমা ইউপি সদস্য ওয়াসিম মেম্বার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ইন্সপেক্টর তদন্ত আমান উল্লাহ, পৌর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর শীতল কুমার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, মহেশপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহেন্দ্রনাথ বিশ্বাসসহ মহেশপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ এলাকাবাসী।

পরে জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম থানা এলাকায় অসহায় মানুষেন মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button