জানা-অজানাঝিনাইদহ সদরপ্রবাসে ঝিনাইদহ

“লালনের দেশে লালী’র সাথে ঝিনাইদহের ঐশ্বর্য

ঝিনাইদহের চোখঃ

আগামি ১২ জানুয়ারী-২০২০ রবিবার, বিকাল ৪ টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে “International Seminar On Lallashwari and Bengal original cultural festival 2020” তে ভারতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘দিশারী’ কে সন্মাননা প্রদান করা হবে।

জানা যায়, দিশারীর লোকসংষ্কৃতি গবেষণার এক অনন্য ফসল কাশ্মীরী সন্ত কবি সাধু লালী জী’র বাখ অনুসরণে নিজস্ব অনুভূতির মাধ্যমে প্রথম বাংলা ভাষায় গান রচনা।

গোটা জম্মু ও কাশ্মীরের মানুষ সাধু লালীর গান বাংলায় পরিবেশনা সম্ভব হয়েছে কারণ এর সাথে যুক্ত ছিলেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসার সৌমিক ঘোষ এবং দিশারীর নির্বাহী পরিচালক মানষী দাস। তাাঁরা দুজনেই লালী জী’র এ গান গুলো নিয়ে রিসার্চ করছেন। এর মধ্যে কয়েকটি গানের সুর ও কন্ঠ দিয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মেয়ে লামিয়া ঐশ্বর্য।

লালন এবং লালী তাদের চিন্তা ভাবনা যে একই ধারায় বয়ে চলেছে তা নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের মাটিতে। সকলের আশা একটা সুন্দর সেতু তৈরি হবে বাংলা, কাশ্মীর ও বাংলাদেশের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button