জানা-অজানাশৈলকুপা

একুশে পদকপ্রাপ্ত ঝিনাইদহের কৃতি সন্তান কবি রবিউল হুসাইন আর নেই

ঝিনাইদহের চোখঃ

বাংলাদেশের খ্যাতনামা স্থপতি ও একুশে পদকপ্রাপ্ত কবি রবিউল হুসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

গতকাল সোমবার মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও বিশিষ্ট লেখক মফিদুল হক জানান, দীর্ঘদিন ধরেই রবিউল হুসাইনের শরীরে রক্ত তৈরি হচ্ছিল না। এর কারণেই তিনি বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

১৯৪৩ সালের ৩১ জানুয়ারি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার রতিডাঙ্গা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন অসামান্য গুণী ও সৃষ্টিশীল এ মানুষটি। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি তার দায়বদ্ধতা এবং কর্ম প্রশ্নাতীত। স্বনামধন্য স্থপতি হয়েও তিনি কবি হিসেবে অনেক পরিচিত।

স্থপতি, কবি, শিল্প-সমালোচক, ছোটগল্পকার, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী হিসেবে তার সাফল্য ঈর্ষণীয়। তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বেশ কিছু সম্মাননায় ভূষিত হয়েছেন।

কবি রবিউল হুসাইন ব্যক্তিগত জীবনে বিপত্নীক ছিলেন। তার একমাত্র সন্তান রবিন হুসাইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button