ক্যাম্পাসপ্রবাসে ঝিনাইদহ

আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করতে ভারত যাচ্ছেন ইবি অধ্যাপক

অনি আতিকুর রহমান, ইবি, ঝিনাইদহের চোখঃ

‘ডিজাস্টার রেসিলেন্ট স্মার্ট সিটিস’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ৪-৬ ডিসেম্বর অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিম বানু ‘গভর্নেন্স এন্ড পলিসি ফর ঢাকা: বিল্ডিং স্মার্টার সিটি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন বলে জানা গেছে।

এর আগে ড. নাসিম বানু যুক্তরাজ্য, কোরিয়া, তুরস্ক, শ্রীলংঙ্কা, নেপাল এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা এবং টেকসই উন্নয়নসহ নানা সমসাময়িক বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button