ধর্ম ও জীবনহরিনাকুন্ডু

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হরিণাকুন্ডুতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

https://www.youtube.com/watch?v=6BjSAhatflE

এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুÐু থানা পুলিশের আয়োজনে পৌরসভা সহ আট ইউনিয়ন পরিষদের ২৯টি পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব ২০২০ উদযাপনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে গত ১লা সেপ্টম্বর তাহেরহুদা ইউপিতে শুরুকরে ৬ সেপ্টম্বর মঙ্গলবার পর্যন্ত পর্যায়ক্রমে ভায়না৷, জোড়াদাহ , দৌলতপূর , কাপাশহাটিয়া , ফলসী , রঘুনাথপূর , চাঁদপূর সহ পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে এই সকল আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ।

থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রহিম মোল্লা এর সভাপতিত্বে পৌরসভা সহ স্বস্ব ইউপিতে এসকল সভায় পৌর মেয়র শাহীনুর রহমান রিন্টু৷, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম , ছমির উদ্দীন , নাজমূল হুদা পলাশ , মোহাম্মদ আলী৷, শরাফত দৌলা ঝন্টু , ফজলুর রহমান , রাকিবুল ইসলাম রাসেল , গোলাম মোস্তফা , উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিস্বনাথ সাধুখা ,সং¯িøষ্ট ইউপি সদস্য , বিভিন্ন পুলিশ ফাড়ীর আইসি , স্ব স্ব পূজা মন্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক , গ্রাম পুলিশ , স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

ওসি আব্দুর রহিম মোল্লা তার বক্তব্যে বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ “ধর্ম যার যার উৎসব সবার” এই ¯েøাগানকে সামনে রেখে ঝিনাইদহ পুলিশ সুপার এর নির্দেশনায় ধর্ম নিরপেক্ষতার নীতিতে অবিচল থেকে হরিণাকুÐুর ২৯টি পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব বাস্তবায়নে ইতমধ্যে সকল ধরণের ব্যবস্থা গ্রহনকরা হয়েছে।

আশাকরি সনাতন ধর্মাবলীরা উৎসবের শুরু থেকে সঙ্কামূক্ত শানতিপূর্ণ পরিবেশে প্রতিমা বিশর্জন কার্ক্রম সম্পন্ন করতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button