ঝিনাইদহ সদরটপ লিড

ঝিনাইদহে উঠানভরা আঙুর ফল

রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারের আদিবাসী পাড়ার শচিনের বাড়িতে আঙুর ফল দেখতে প্রতিদিন শতশত দর্শনার্থীদের ভীড় জমছে।

শচিন জানায়, বছর ৩ আগে একটা আঙুর ফল গাছ বাড়িতে লাগায় সে। প্রথম দিকে আঙুরের হালকা দেখা পেলেও এবছর গাছে আঙুর ধরেছে পর্যাপ্ত পরিমাণ। গাছে এখন শুধু আঙুর ফলের থোকা। যা দেখতে প্রতিদিন শচিনের বাড়িতে ভীড় জমায় দর্শনার্থীরা। আঙুর গাছে ফল দেখে শচিন খুবই আনন্দ প্রকাশ করছে। সেই সাথে তিনি জানান আগামিতে আরো কয়েকটি গাছ লাগাবেন তিনি।

শচিনের এমন উদ্যোগ দেখে এলাকাবাসী তাকে স্বাগত জানিয়েছে। সেই সাথে এলাকাবাসী মনে করেন এই ভাবে যদি আঙুর চাষে আমরা সবাই উদ্ভুদ্ধ হতে পারি তা হলে একসময় আঙুর ফলের এলাকা হিসাবে ঝিনাইদহ ব্যাপক পরিচিতি লাভ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button