ঝিনাইদহ সদর

ঝিনাইদহে ৩ দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন

ঝিনাইদহের চোখঃ

‘কর প্রদানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহন, নিশ্চিত হোক রুপকল্প বাস্তবায়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে চার দিন ব্যাপী আয়কর মেলা ।

আজ দুপুরে উপ কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৯ ঝিনাইদহ এর আয়োজনে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আয়কর মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস সহ কর কমিশনের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা, আয়কর দেওয়ার সামর্থ যাদের আছে তাদের সকলকে সচেতন হয়ে নিজ দায়িত্বে আয়কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান।

চার দিন ব্যাপী এ মেলায় আয়কর রিটার্ন দাখিল, টিআইএন রেজিষ্ট্রেশন, নতুন করদাতাদের সনদ প্রদান, ব্যাংক বুথে আয়করের টাকা জমা, আয়কর রিটার্ন ফরম সরবরাহ ও পুরনে সহযোগীতা সহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। আয়কর মেলাটি আজ থেকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button