কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল ৫ কোটি টাকা

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জ বিদ্যুৎ অফিস গ্রাহকের কাছে ৫ কোটির টাকার উর্দ্ধে বকেয়া বিদ্যুৎ বিল পাওনা রয়েছে। ওজোপাডিকো (ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ) কালীগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন ১৬ হাজার ৩ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এসব গ্রাহকদের মধ্যে শুধুমাত্র পৌরসভার কাছে ২ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে।

ওজোপাডিকো কালীগঞ্জ বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী মোঃ সাইদুল জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, মিল-কলকারখান, বাড়ি-ঘর, দোকানপাটসহ অন্যান্য প্রতিষ্ঠানে তাদের ১৬ হাজার ৩ জন বিদ্যুৎ গ্রাহক রয়েছে। এ উপজেলায় মোট বিদ্যুতের চাহিদা রয়েছে সাড়ে ৭ মেগাওয়াট। চাহিদার পুরোটাই তারা সরবরাহ পাচ্ছেন। বর্তমানে কোন লোডশেডিং নেই বলে তিনি দাবি করেন।

তিনি আরো জানান, ১৬ হাজার ৩ জন গ্রাহকদের মাঝে তারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছেন। গত মার্চ মাস পর্যন্ত গ্রাহকদের কাছে তাদের ৫ কোটি টাকার উর্দ্ধে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এরমধ্যে কালীগঞ্জ পৌরসভায় কাছে পাওনা রয়েছে ২ কোটি টাকার বিদ্যুৎ বিল। এসব বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button