ঝিনাইদহ সদর

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানের দাফন সম্পন্ন

ওমর ফারুক, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহ সদর উপজেলার ৩ নং সাগান্না ইউনিয়নের অন্তর্গত, উত্তর নারায়ণপুর গ্রামের, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান, বার্ধক্য জনিত কারণে গতকাল বুধবার (৬ নভেম্বর ) রাত ৮.০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বেলা ২.০০ টায়, উত্তর নারায়ণপুর স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় উত্তর নারায়নপুর গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম(থানা কমান্ডার), গোলাম মোস্তফা (ইউনিয়ন কমান্ডার), মুক্তিযোদ্ধা তোতা মিয়া,ইছাহাক মিয়া,আবুল কাশেম,জহিরুল হক সহ উপস্থিত পুলিশ সদস্যরা।

সাদেকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী মোঃ শাহিন রেজা সাঈদ,ত্রিমহনী চাউল কল মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী, ওয়ার্ড মেম্বার নোয়াব আলী,হুশিয়ার মেম্বার, উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদ মেম্বার,যুব লীগ নেতা আঃ হালিম, ফজলু করিম,ফারুক সরকার,আমজাদ সরকার,আনোয়ার হোসেন,বিশিষ্ট চাউল ব্যবসায়ী,কামাল উদ্দীন, আরশাদ আলী প্রমূখ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button