ঝিনাইদহ সদর

ডাকবাংলাতে প্রথম করোনা রোগী শনাক্ত

সাইফুল ইসলাম, ঝিনাইদহের চোখ-

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের ছেলে।

জানা গেছে, ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোকলেছুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ছুটে যান সেই বাড়িতে এবং তাকে উদ্ধার করে ঝিনাইদহ শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ডাকবাংলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজিব শেখ জানান, ডাকবাংলাতে আজ এক জন করোনা রুগি শনাক্ত। যদিও বা তিনি কোয়া কাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সেখানেই তার করোনা পজিটিভ আমি মনে করি তাকে ওখানেই সুচিকিৎসা নেওয়ার দরকার ছিল। আজ আমরা অসচেতন হওয়ার কারণেই হইতবা অন্য কারোর এই আক্রমণ হতে পারে।

এবিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ মোকলেছুর রহমান প্রতিবেদককে জানান,আমরা জানতে পারি বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১১ টার দিকে হরিনাকুন্ডুর একজন করোনা পজিটিভ নিয়ে কোয়া কাটা থেকে ডাকবাংলাতে আসে। এই করোনা আক্রান্তের খবর ডাকবাংলাসহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বমহলেই এখন আতঙ্ক বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button