ঝিনাইদহ সদর

কালীচরনপুরে যুবলীগ নেতা হত্যা চেষ্টার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

ঝিনাইদহ চোখ-

ঝিনাইদহে ইউনিয়ন যুবলীগ নেতা নয়ন ইসলামকে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশত মানুষ অংশ নেয়।

সেসময় ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান শিকদার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোদাচ্ছের হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তরা, সন্ত্রাসী বিপ্লবসহ জড়িত সকলকে দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ও বিচারের দাবি জানান। অবিলম্বে আসামীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

গত ২৮ ডিসেম্বর রাতে যুবলীগ নেতা নয়ন ইসলাম বয়ড়াতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিপ্লব ও তার সহযোগীরা তাকে কুপিয়ে মারাত্মক যখম করে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button