ঝিনাইদহ সদর

ঝিনাইদহে শুদ্ধ ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ (ভিডিও-সহ)

#খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ

‘শুদ্ধ ভাষা চর্চা করি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ভাষা চর্চা ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্ক এন্ড রিসোর্টে এ সমাবেশের আয়োজন করে সিও এনজিও সংস্থা। সিও’র নির্বাহী পরিচালক সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম।

https://www.youtube.com/watch?v=Y-5uuoK5LsA

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ছায়ানীড়’র সভাপতি ড. এমএ ইউসুফ খান, নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুলহক, পিটিআই’র সুপারিনটেডেন্ট আতিয়ার রহমান, সদর থানার ওসি মঈন উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিও এর প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা।

এসময় বক্তারা, সর্বস্তরে বাংলাভাষা চালুর জন্য সকলকে আরও আন্তরিক হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়ার প্রতি মনোযোগী করে গড়ে তোলার আহŸান জানান। এছাড়াও সমাজ থেকে মাদক দুর করতে সকলকে এগিয়ে আসার আহŸানও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button